
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নলছিরা ফেরি ঘাটে ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানিয়েছেন, বিকেল সাড়ে ৩টায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্বঘোষিত কর্মসূচি অনুসরণে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি উদ্বোধন উপলক্ষে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা নলছিরা ঘাটে জড়ো হন। শুরুতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়, যা পরবর্তীতে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর এনসিপি হামলার অভিযোগ তুলে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়। অন্যদিকে বিএনপি তাদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করে এনসিপিকে দায়ী করেছে।
এ ঘটনার নিন্দা জানিয়ে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীম হাতিয়াতে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাচ্ছেন।’
বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেন, ‘কারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, হাতিয়ার মানুষ সবই জানে। এনসিপির লোকজনই বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, মারামারির খবর পেয়েছেন, তবে আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।