
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর দিবাগত মধ্যরাতের কিছুক্ষণ আগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আন্তঃসরকারি ও কনস্যুলার বিষয়ক এম ফরহাদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এরই মধ্যে জানা গেছে, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার ৩১ ডিসেম্বর আরও পাঁচটি দেশের প্রতিনিধিদল ঢাকায় আসবে। সফরসূচিতে রয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব প্রতিনিধি পর্যায়ক্রমে ঢাকায় পৌঁছাবেন এবং বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন।
সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার এসব বিদেশি মিশন তাদের ফেসবুক পেজে শোকবার্তা ও সমবেদনা জানায়।
এদিকে, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান ২ নম্বর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার মরদেহ। বুধবার সকাল সোয়া ৯টার পর লাল সবুজ পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়।
দলীয় সূত্র জানায়, মরদেহ কিছু সময় তারেক রহমানের বাসায় রাখা হবে। এরপর তা জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হবে। দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষে বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে।