
পঞ্চগড়ের বোদা উপজেলায় নিষিদ্ধ পলিথিন জব্দের পর ফেরার পথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জওয়ানুল মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১১ নভেম্বর) মাগরিব নামাজের আগে। বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে বোদা বাজারে অভিযান পরিচালনার সময় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আরোপ করে। পলিথিন মজুদ রাখার দায়ে প্রতিষ্ঠান দুটি থেকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং মজুদকৃত পলিথিন জব্দ করা হয়।
জব্দকৃত পলিথিন ভ্যানে করে ফেরার পথে বিক্ষুব্ধ জনতা ‘ভুয়া ম্যাজিস্ট্রেট’ এবং ‘ভুয়া ভ্রাম্যমাণ আদালত’ বলে স্লোগান দিতে শুরু করে। এক পর্যায়ে তারা ভ্যানে থাকা জব্দকৃত মালামাল ছিনিয়ে নেয় এবং আদালতের পেশকারের ওপর হামলা চালায়। পেশকার পালানোর চেষ্টা করলে কয়েকজন তাকে ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হন। বিক্ষুব্ধ জনতার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে দুইজনকে পুলিশ ভূমি অফিসে নিয়ে আসে। এর পরও অফিসের বাইরে জনতার বিক্ষোভ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীকে ডাকা হয় এবং তারা জনতাকে সরিয়ে পরিস্থিতি শান্ত করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম বলেন, "ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান ও জনতা মব সৃষ্টি করে জব্দকৃত মালামাল লুট করেছে। পরে লুটকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।"
ঘটনার জেরে হায়দার আলী ও হাসান আলী নামে দুইজনকে আটক করা হয়েছে। হাসান আলিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে হায়দার আলীসহ ১৬ জনের বিরুদ্ধে সরকারি কর্মকাণ্ডে বাধা প্রদানের এবং সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে বোদা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।