
নতুন তিনটি রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়ায় ইসি থেকে প্রতীক পেয়েছে। দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত নিবন্ধন হলে এই প্রতীকগুলো দলীয় কার্যক্রমে ব্যবহার করা হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আম জনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)কে ‘কাঁচি’ এবং জাতীয় নাগরিক পার্টিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
নিবন্ধনের বিষয়ে কারও আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলসহ কারণ উল্লেখ করে ১২ নভেম্বরের মধ্যে সচিবের কাছে লিখিতভাবে জানাতে অনুরোধ করা হয়েছে।