
ঢাকা-৮ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি। পরিবার এ বিষয়ে সম্মতি দিলেও, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকবে ইনকিলাব মঞ্চের ওপর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের ভালোবাসা ও প্রত্যাশাকে তারা সম্মানের সঙ্গে বিবেচনা করছেন। তবে রাজনৈতিকভাবে কী পদক্ষেপ নেওয়া হবে, তা সংগঠনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মাসুমা হাদির স্বামী আমির হোসেন।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাসুমা হাদিকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চান শহীদ হাদির নিজ জেলা ঝালকাঠির সাধারণ মানুষ। এই দাবিতে গত কয়েক দিন ধরে জেলায় আন্দোলন, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন তারা।
আন্দোলনকারীরা বলছেন, জনগণের প্রত্যাশা ও ত্যাগের প্রতীক শহীদ শরিফ ওসমান হাদির আদর্শকে সামনে রেখে ঢাকা-৮ আসনে মাসুমা হাদিকে প্রার্থী করা উচিত। তাদের মতে, তিনি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে কথা বলার যোগ্যতা রাখেন।
শুক্রবার বেলা ১১টায় নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা-৮ থেকে একজন যোগ্য, সাহসী ও জনসম্পৃক্ত প্রতিনিধি সংসদে যাওয়ার প্রয়োজন। শহীদ হাদির পরিবারের সদস্য হিসেবে মাসুমা হাদি সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন বলে তারা মনে করেন।