
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি শনিবার (১ নভেম্বর) প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নেন। চার ঘণ্টার জন্য মঞ্জুর করা এই প্যারোলে তিনি বাদ জোহর সিদ্ধিরগঞ্জ আইলপাড়া মাদরাসা মাঠে জানাজা ও দাফনে উপস্থিত হন। দাফনের পর পুলিশি প্রহরায় তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী মামলায় কারাবন্দি মতিউর রহমান মতির স্ত্রী রোকেয়া রহমান (৪৮) শুক্রবার সকালে হার্ট অ্যাটাকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্ত্রীর শেষবারের মতো চেহারা দেখার জন্য মতির পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। এই আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চার ঘণ্টার জন্য প্যারোল মঞ্জুর করেন।
প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি প্রহরায় মতিউর রহমান মতি আইলপাড়া এলাকার নিজ বাড়িতে পৌঁছান। বাড়িতে প্রবেশের পর তিনি কান্নায় ভেঙে পড়েন। এরপর বাদ জোহর স্থানীয় মাদরাসা মাঠে স্ত্রীর জানাজায় অংশ নিয়ে দাফনের পর পুনরায় কারাগারে ফিরে যান।