
নাফনদী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচারের সময় টেকনাফে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মো. সালাম (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
আটক মো. সালাম টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও ওলা মিয়ার ছেলে। ঘটনাটি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন–২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জাদিমুড়া সংলগ্ন নাফনদীর সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। এ সময় মিয়ানমার দিক থেকে কয়েকজন মাদক কারবারি নাফনদী পেরিয়ে জাদিমুড়া এলাকায় ঢুকলে বিজিবি সদস্যরা তাদের ঘিরে ফেলেন। অভিযান টের পেয়ে কারবারিরা পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
পরে আটক ব্যক্তির কাছ থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. সালামের বিরুদ্ধে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মানব ও মাদক পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এই বলিষ্ঠ ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”