
মাদারীপুরের শিবচর উপজেলায় ফজরের নামাজ পড়াতে যাওয়ার সময় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় স্থানীয় এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে বাঁশকান্দি ইউনিয়নের বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে।
নিহত ইমামের নাম মাওলানা আব্দুর রহমান (৩৭)। তিনি মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে এবং বাঁশকান্দি ইউনিয়নের একটি পঞ্চগ্রামের মসজিদে ইমামতি করতেন।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো বাড়ি থেকে মোটরসাইকেলে চেপে ফজরের নামাজ পড়াতে যাচ্ছিলেন মাওলানা আবদুর রহমান। পথে তিনি শিবচর উপজেলার ওই আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পান এবং মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, তাই মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।