
পুঁজিবাজার ধ্বংসের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমনের বিচার দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি আবেদন জমা পড়েছে। দীন ইসলাম নামের এক ব্যক্তির করা আবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে পুঁজিবাজার ধসের অন্যতম হোতা ছিলেন তিনি।
আবেদনে উল্লেখ করা হয়, মিনহাজ মান্নান ইমন দেশের শেয়ারবাজারের পরিচিত জুয়াড়ি হলেও এখনো ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক ও বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একইসঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের করপোরেট সদস্য প্রতিষ্ঠান প্লাটিনাম সিকিউরিটিজ লিমিটেডের মালিক ও এমডি।
ইমনের পারিবারিক পরিচয় নিয়েও অভিযোগে প্রশ্ন তোলা হয়েছে। আবেদনপত্রে বলা হয়, তিনি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির খালাতো ভাই এবং তাঁর প্রভাব কাজে লাগিয়েই ২০১২ সালের মার্চে প্রথমবার ডিএসইর পরিচালক নির্বাচিত হন। তখন থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে আবার ২০১৮ সালের মার্চে নির্বাচিত হয়ে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত পরিচালক ছিলেন। অভিযোগে বলা হয়, শেয়ারবাজারে কারসাজির প্রমাণ থাকার পরও তাঁকে পুনরায় পরিচালক করা হয়।
অভিযোগে আরও দাবি করা হয়, বিগত সরকারের সময় মিনহাজ মান্নান ইমন ছিলেন ডা. দীপু মনির অবৈধ উপার্জনের ক্যাশিয়ার এবং শেয়ারবাজারে ১৩০টি দুর্বল ও পচা কোম্পানি তালিকাভুক্ত করার মূল পরিকল্পনাকারী। তাঁর কারণে অসংখ্য বিনিয়োগকারী নিঃস্ব হয়েছেন বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়।
দীন ইসলামের আবেদনে বলা হয়েছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও শেয়ারবাজারে নানা অস্বাভাবিক ঘটনা ঘটছে, যার পেছনে মিনহাজ মান্নান ইমনের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁর মতো প্রভাবশালী মাফিয়ার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পুঁজিবাজার কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না।