
মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন।
রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বিজয় মেলা মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আহত তিনজন হলেন বাউল আলীম, আরিফুল এবং জহিরুল। তারা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তিনি বলেন, “তৌহিদী জনতার একাংশের হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
এর আগে বৃহস্পতিবার ঘিওর উপজেলার এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’ করার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
কারাগারে থাকা আবুল সরকার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ‘ছোট আবুল সরকার’ নামেও পরিচিত।