
গাজীপুরের কালিয়াকৈরের মোথাজুরী এলাকায় ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। কবর থেকে মায়ের মরদেহ তুলে ঘরে এনে মশারি টানিয়ে লেপ-কাঁথা দিয়ে ঢেকে রাখেন তার একমাত্র ছেলে সজিব। ঘটনাটি জানাজানি হতেই পুরো এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। খোদেজা বেগম মোথাজুরী এলাকার মৃত আনতাজ আলী খানের স্ত্রী।
সোমবার (২৪ নভেম্বর) সকালে স্থানীয়রা কবর উন্মুক্ত দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় সজিবের ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে মশারির নিচে লেপে মোড়ানো অবস্থায় খোদেজা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, স্বামী মৃত্যুর পর খোদেজা বেগম (৫০) ছেলে সজিবকে নিয়ে থাকতেন। দীর্ঘদিন ধরে সজিব মাদকাসক্ত হয়ে পড়েন এবং প্রায়ই মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
গত শনিবার (২২ নভেম্বর) দুপুরে মারাত্মক বাকবিতণ্ডার পর মানসিক চাপে খোদেজা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরদিন রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
খোদেজার বড় ভাই আব্দুল মান্নান মিয়া বলেন, “সজিব আমাকে ফোন দিয়ে বলেছে, তার মাকে কেন মাটিতে দিয়েছি। সে আমাকে খুন করার হুমকিও দিয়েছে। আমরা সবাই ভয়ে আতঙ্কে আছি।”
ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুরুজ জামান বলেন, “ঘটনাটি অত্যন্ত অস্বাভাবিক ও হৃদয়বিদারক। স্থানীয়দের সহায়তায় মরদেহ পুনরায় দাফন করা হয়েছে। বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখা হচ্ছে।”