দলের নেতৃত্বে বড় পরিবর্তন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান।
শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেইজে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
ফেসবুক পেইজে প্রকাশিত ঘোষণায় বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।’
এর আগে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তারেক রহমান।