
রাজধানীর মহাখালী টিভি গেটের কাছে এক ব্যক্তি দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি মো. নাজিমুদ্দিন (৪২)কে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মহাখালী টিভি গেট এলাকার নির্মাণাধীন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ভেতরে এটি সংঘটিত হয়।
আহত নাজিমুদ্দিন বলেন, তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজার। ওই বিকেলে টিভি গেটের নির্মাণ সাইটে কাজ করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জন মুখোশধারী সাইটে প্রবেশ করে। তারা নাজিম উদ্দিন ও সাইট ইঞ্জিনিয়ারকে এক পাশে ঠেলে নিয়ে যায়।
নাজিম উদ্দিন বলেন, “এরই মধ্যে ২-৩ জন আমাকে জাপটে ধরেন। পাশে থাকা তিনজন পিস্তল বের করে গুলি ছোড়েন। একটি গুলি আমার বাম পায়ের হাঁটুর নিচে লাগে। এরপর তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যান। কিছুদিন আগে একটি গ্রুপ এসে চাঁদা দাবি করেছিল। তবে আজ এই ঘটনা কারা ঘটিয়েছে তা জানি না। তারা আমার মানিব্যাগটি নিয়ে গেছেন। পরে আহত অবস্থায় সহকর্মীরা আমাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, জরুরি বিভাগের চিকিৎসকরা নাজিম উদ্দিনকে চিকিৎসা দিয়েছেন এবং গুলিটি বের করা হয়েছে।
আহত নাজিম উদ্দিনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি নাখালপাড়ায় থাকেন।