
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কার্যক্রম চালানো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
গণতান্ত্রিক ছাত্রসংসদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। আসন্ন ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে হাসিবুলকে প্রার্থী করেছিল সংগঠনটির সমর্থিত প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। তবে প্যানেল ঘোষণার মাত্র তিন দিনের মাথায় তিনি ‘বিদ্রোহ’ ঘোষণা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে লড়াইয়ে নামেন।
নিজের পোস্টে হাসিব লিখেছেন, “সত্য আর ন্যায়ের মিছিলে আমি সব সময় থাকতে ওয়াদাবদ্ধ। গণ-অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাইয়ে দেশ ও জনতার প্রতি যে কমিটমেন্ট গড়ে উঠেছিল, তা বাস্তবায়নে সামনে আরেও সক্রিয়ভাবে কাজ করতে হবে।”
উল্লেখ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্রসংসদ। এবারের ডাকসু নির্বাচনে তাদের প্যানেলের নাম রাখা হয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ।