
জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে গণভোটও সুষ্ঠু হবে না, তাই নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন হওয়া উচিত বলে মত দিয়েছে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
আব্দুল্লাহ মো. তাহের বলেন, “কোনো কারণে জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে গণভোটও সুষ্ঠু হবে না। যার ফলে নভেম্বরের মধ্যেই গণভোট হয়ে যাওয়া উচিত। এটি সহজ নির্বাচন।”
তিনি আরও বলেন, নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে তফসিল হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে কোনো বাধা থাকবে না।
জুলাই সনদ বাস্তবায়ন এবং রাজনৈতিক সংস্কার নিয়ে বিএনপির অবস্থানকে দ্ব্যর্থপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “বিএনপি মানুষকে বলছে, সংস্কার মানে। আবার নোট অব ডিসেন্ট দিচ্ছে। তার মানে সংস্কার মানছে না। তাদের এ বিষয়ে স্পষ্ট করতে হবে।”
তিনি আরও বলেন, “কয়েকটি বিষয়ে মতভিন্নতা রয়েছে। গণভোট এবং জাতীয় নির্বাচন ভিন্ন বিষয়। গণভোট আগে হওয়া দরকার। নির্বাচন তার ভিত্তিতে হতে হবে।”
জামায়াতের নায়েবে আমির বলেন, “জুলাই সনদে উচ্চকক্ষ রয়েছে, তাই একইদিন গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট হলে জনগণ উচ্চকক্ষ চায় কি না বোঝার উপায় থাকবে না। কোথাও নির্বাচন স্থগিত হলে গণভোটেও তা হবে।”
ডাকসু ও জাকসুর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার পরও অনেকের সহজে মেনে নেয়ার মানসিকতা নেই।”