
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, জাতিসংঘের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর কক্সবাজারে রোহিঙ্গা সমস্যার উপর একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনটি জাতিসংঘের একটি বৃহত্তর বৈশ্বিক সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে এবং এটি রোহিঙ্গা ইস্যুর স্থায়ী ও বাস্তবসম্মত সমাধানের পথনির্দেশিকা হিসেবে কাজ করবে।
এছাড়া, আগামী ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকায় থাকা কূটনীতিকদের রোববার সকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ বিষয়ে ব্রিফ করেন এবং সম্মেলনে যোগদানের আহ্বান জানান। ব্রিফিংয়ে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এক অংশগ্রহণকারী রাষ্ট্রদূত বলেন, “কক্সবাজার সম্মেলনের শিডিউল দেওয়া হয়েছে এবং সকলকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।”
ব্রিফিং শেষে ড. খলিলুর রহমান বলেন, “একসময় রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ছিল। এ অবস্থায় প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে গিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের জন্য সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানান। তাৎক্ষণিকভাবে এবং সর্বসম্মতিক্রমে ১০৬টি দেশ এই আহ্বানকে সমর্থন করে এবং জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে।”
তিনি আরও বলেন, “এই সম্মেলন রোহিঙ্গাদের জন্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সমস্যার স্থায়ী ও প্রকৃত সমাধানের পথনির্দেশিকা হিসেবে কাজ করবে। তাই রোহিঙ্গাদের কণ্ঠস্বর, তাদের আশা-আকাঙ্খা এবং স্বপ্নগুলোকে সম্মেলনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হচ্ছে। যেহেতু রোহিঙ্গারা জাতিসংঘের সদস্য নয়, তাদের পক্ষ থেকে বাংলাদেশের মতো কোনো অংশগ্রহণকারীর মাধ্যমে তাদের কথা বিশ্বমঞ্চে পৌঁছানো জরুরি।”