
সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের সময় পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ড. আসিফ নজরুল বলেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। এটি আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশনামূলক নির্দেশ। নির্বাচন কমিশন ইতিমধ্যে সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। কিছু বিষয়ে মতভিন্নতা থাকলেও আমরা আশা করি, সেগুলো শিগগিরই সমাধান হবে।
এনসিপি ও অন্যান্য দলের দাবিকে উল্লেখ করে তিনি বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রয়েছে, যারা জুলাই গণ-অভ্যুত্থানের সময় সক্রিয় ছিলেন, তারা বিচারের মানদণ্ড মেনে চলবেন।
নির্বাচনকালীন সরকারের গঠন নিয়ে কোনো আলোচনা নেই বলেও স্পষ্ট করেছেন উপদেষ্টা। রাজনৈতিক মতপার্থক্য থাকলে কি সময়মতো নির্বাচন সম্ভব হবে জানতে চাইলে তিনি বলেন, এটা যদির ব্যাপার। আমাদের অবস্থান স্পষ্ট ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পেছানোর কোনো সুযোগ নেই।
এনসিপি যদি জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চায় এ বিষয়ে তিনি বলেন, এটা এনসিপির দলীয় বক্তব্য। সরকারের পক্ষ থেকে আমরা যা বলছি, সেটাই আমাদের অবস্থান।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ড. আসিফ নজরুল বলেন, গত এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে অবনতি ও উন্নতির মধ্য দিয়ে গেছে। বিপ্লব পরবর্তী সময়ে সমাজে কিছু অস্থিরতা স্বাভাবিক। এর ফলে অল্প কিছু সময়ের জন্য সমস্যা তৈরি হলেও আমরা তা মোকাবিলা করেছি এবং ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আরও ভালো হবে।