
ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ-সদর আংশিক) বিএনপির জোট প্রার্থী গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে স্থানীয় নেতাকর্মীরা অবাঞ্চিত ঘোষণা করেছেন। একই সঙ্গে মনোনয়ন পরিবর্তনের দাবিতে তারা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলও করেছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ-৪ আসনের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টুর সমর্থকরা উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে মিছিল শুরু করে। মিছিল শহরের মেইন বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা রাশেদ খাঁনকে ‘বহিরাগত’ হিসেবে আখ্যায়িত করে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন এবং আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে ঝিনাইদহ-৪ আসনের জন্য বিএনপির স্থানীয় প্রার্থী মনোনয়নের দাবি জানান।
বক্তারা বলেন, রাশেদ খাঁন এই আসনের স্থানীয় বাসিন্দা নন। সম্প্রতি তিনি ঝিনাইদহ-২ আসনে গণসংযোগ করেছেন। স্থানীয়রা মনে করছেন, টাকার বিনিময়ে তাঁকে এখানে চাপিয়ে দেওয়া হয়েছে। কালীগঞ্জবাসী কোনো বহিরাগতকে মানবে না।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, “বিগত ১৭ বছরে আমরা হামলা-মামলার শিকার হয়েছি। আমাদের তিনজন মনোনয়নপ্রত্যাশী স্থানীয়দের খোঁজখবর রেখেছেন। অথচ হঠাৎ বহিরাগত একজনকে চাপিয়ে দেওয়া হয়েছে।”
মুর্শিদা জামান বেল্টু বলেন, “আমরা কালীগঞ্জের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত। আমার স্বামী চারবারের সংসদ সদস্য ছিলেন। আমরা চাই না কোনো বহিরাগত এখানে আসুক। দ্রুত বিএনপির স্থানীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হোক। কালীগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি। চক্রান্ত করে এই ধানের শীষকে হারানো চলবে না।”