.webp)
জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে স্বামী জহির উদ্দিনের (৫২) ধারালো অস্ত্রের আঘাতে রোকেয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ জহির উদ্দিনকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আটক জহির উদ্দিন একই গ্রামের মৃত অম্পা মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জহির ও রোকেয়ার মধ্যে দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর জহির তার স্ত্রীকে বাড়ির টয়লেটে লুকিয়ে রাখেন। শনিবার সকালে বিষয়টি প্রকাশ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জহিরকে অসুস্থ অবস্থায় আটক করে এবং হাসপাতালে পাঠায়। নিহত রোকেয়ার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জয়পুরহাট সদর থানার ওসি তামবীরুল ইসলাম জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।”