
জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ। পরে উদ্ধার কাজ সম্পন্ন হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। যাত্রীদের প্রায় পাঁচ ঘণ্টা ভোগান্তি পোহাতে হয়।
আক্কেলপুর রেলস্টেশন সূত্র ও প্রত্যক্ষদর্শী যাত্রীদের মতে, লাইনচ্যুত বগি ছিল পাওয়ার কারের মধ্যবর্তী অংশে। ঘটনাস্থলটি হলহলিয়া রেলসেতুর প্রায় দেড় কিলোমিটার পূর্বে। হঠাৎ বগি লাইনচ্যুত হয় এবং বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়। এরপর রাত সাড়ে তিনটার দিকে ট্রেনটি ভদ্রকালী এলাকায় থামানো হয়। ঘটনার পর পাঁচটি বগি নিয়ে ট্রেন জয়পুরহাট স্টেশনে পৌঁছায়। এ সময় রেলওয়ের স্লিপারগুলো ক্ষতিগ্রস্ত হয়।
আক্কেলপুর স্টেশন মাস্টার রেহানা পারভীন বলেন, “উদ্ধারকারী ট্রেন সকাল সোয়া ৮টার পরে লাইনচ্যুত বগি উদ্ধার করে। এরপর পাঁচটি বগি নিয়ে ট্রেন জয়পুরহাটে অবস্থান করে। পাঁচ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।”