
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, ডা. জুবাইদা রহমান, শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে প্রায় দুই সপ্তাহ থাকার পর, আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
এর আগে, ডা. জুবাইদা রহমান সকালে ৭টা ১০ মিনিটে ধানমন্ডিতে তার বাবার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। পুরো যাত্রাপথে তার গাড়িবহরের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, এবং এই সময়ে তার সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন।
জানা গেছে, লন্ডনে পৌঁছানোর পর, ২৫ ডিসেম্বর তিনি আবারও দেশে ফিরবেন। এ সময় তিনি তার স্বামী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন। এই সফরের মাধ্যমে প্রায় ১৭ বছর পর সপরিবারে দেশে ফিরবেন তারেক রহমান, যিনি দীর্ঘ সময় নির্বাসিত জীবন কাটিয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং ‘আমরা বিএনপির পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, "ডা. জুবাইদা রহমান শাশুড়ি বেগম খালেদা জিয়াকে মায়ের মতো সেবা করেছেন। এখন সপরিবারে ঢাকায় ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তিনি লন্ডনে যাচ্ছেন।"
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি দলীয় প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি জানান, "যে বাসায় তারেক রহমান সপরিবারে উঠবেন, সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে বাসা সম্পূর্ণ প্রস্তুত না হলে, তিনি গুলশানে তার মায়ের বাসা ফিরোজায় উঠতে পারেন।"
গত এক মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শাশুড়ির উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনায় গত ৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ডা. জুবাইদা রহমান। তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার তত্ত্বাবধান করেন, কিন্তু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে নিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় তিনি ঢাকাতেই অবস্থান করেন। বর্তমানে বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।
এছাড়া, উল্লেখযোগ্য যে, ২০০৮ সালে দেশ ছাড়ার পর, চলতি বছরের ৬ মে প্রথমবারের মতো দেশে ফিরে আসেন ডা. জুবাইদা রহমান।