
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের শারীরিক অবস্থা জানতে ফোন করে খোঁজখবর নিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ফোনে জামায়াত আমিরের বর্তমান শারীরিক অবস্থা ও বাইপাস সার্জারি সংক্রান্ত চিকিৎসা বিষয়ে খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
আমিরে জামায়াতের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। পোস্টে আরও বলা হয়, ‘মহান আল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টাকে উত্তম জাযা দান করুন, আমিন।