
দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউনিফিল) সদস্যদের দিকে গুলি চালানোর ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ করেছে মিশনটি। রোববার (১৬ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, লেবাননের অভ্যন্তরে ইসরায়েলের একটি স্থাপিত অবস্থান থেকে মারকাভা ট্যাংক ব্যবহার করে শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে ঘটনাস্থলে কেউ আহত হয়নি। ইউনিফিলের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “ভারী মেশিনগানের গুলি আমাদের সদস্যদের অবস্থান থেকে মাত্র পাঁচ মিটার দূরে আঘাত হানে।”
ইউনিফিল আরও জানায়, এটি কোনো একক ঘটনা নয়। গত সেপ্টেম্বর মাসে তারা অভিযোগ করেছিল যে, ইসরায়েলি ড্রোন তাদের অবস্থানের কাছে চারটি গ্রেনেড ফেলেছিল। এর মধ্যে একটি বিস্ফোরণ শান্তিরক্ষীদের এবং তাদের গাড়ির মাত্র ২০ মিটার দূরে ঘটেছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।