
জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ ইসরায়েলের আরোপিত নৌ-অবরোধের কার্যকারিতা ও বিশ্বের প্রধান শক্তিধর রাষ্ট্রগুলোর নীরবতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সারাবিশ্বের মানবাধিকার কর্মীরা ছোট ও সীমিত সম্পদের কয়েক ডজন নৌকায় ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং ইসরায়েলি অবরোধ ভেঙে উপকূলে পৌঁছাতে সক্ষম হচ্ছেন। তখনই আলবানিজ প্রশ্ন তুলেছেন, “যখন ‘বিশ্বের সাধারণ নাগরিকেরা’ ছোট ও কম সম্পদের নৌকায় করে গাজার ৬০ নটিক্যাল মাইল (১১১ কিলোমিটার) দূরত্ব পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তখন বিভিন্ন দেশের সুসজ্জিত নৌবাহিনী কেন সহজেই ইসরায়েলি অবরোধ ভাঙতে পারছে না, সেটিই বড় প্রশ্ন।”
তিনি আরও যোগ করেন, “রাষ্ট্রগুলো কেন তাদের নৌবাহিনী দিয়ে অবরোধ ভাঙছে না? এ কেমন পৃথিবীতে আমরা বাস করছি? না, আমরা এটিকে মেনে নেব না।” আলবানিজ গাজামুখী এই ফ্লোটিলার নিরাপদ যাত্রা কামনা করে বলেন, “চলো, এগিয়ে চলো ফ্লোটিলা! নিরাপদে যাত্রা করো। সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোক।”
প্রসঙ্গত, বুধবার গাজার উপকূল থেকে কিছু দূরে ১৩টি নৌকা বা ফ্লোটিলা আটক করে ইসরায়েলি বাহিনী। মানবাধিকার কর্মীরা জানান, গাজার উপকূল থেকে ৪৬ নটিক্যাল মাইল দূরে এই নৌকাগুলোকে আটক করা হয়েছে। আটক করার পর নৌকাগুলোর লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে যায় এবং সেখানকার কর্মীদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। ইসরায়েলের পক্ষ থেকে এখনো এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
তবে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, ১৩টি নৌকা আটক হওয়া সত্ত্বেও প্রায় ৩০টি নৌকা এখনও গাজার দিকে যাত্রা চালিয়ে যাচ্ছে এবং তারা ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এগোচ্ছে।