
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫। নির্বাচন সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচনী পরিবেশে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিকেল সাড়ে ৩টার মধ্যে সব শিক্ষার্থীকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন।
এদিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী ৩০ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে ২৯ তারিখ বিকেল সাড়ে ৩টার মধ্যে সব শিক্ষার্থীকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ প্রদান করা হলো।”
নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে ক্যাম্পাসে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জকসুর ভোটগ্রহণ চলবে। কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ থাকবে। ভোট গ্রহণ শেষ হলে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গণনা করা হবে।