
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় নেতাকর্মীরা সড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে।
জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজান কবির বলেন, “রাত ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে তাকে সেনা হেফাজতে তুলে নেওয়া হয়। রাত প্রায় ১টার দিকে মৃত্যুর খবর আসে। আমরা এর সঠিক তদন্ত চাই।”
বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে এবং শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঘটনাস্থলে ছুটে আসেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, জেলা প্রশাসক মো. কামাল হোসেন এবং পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
মাহমুদ হাসান খান বাবু বলেন, “আমরা আইন হাতে তুলে নেব না। আমরা আইনগত ব্যবস্থা নেব। বিএনপির পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, “মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত করা হবে এবং যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শহরে বর্তমানে উত্তেজনা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে, স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর।