
দিনাজপুরের বোচাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা আহ্বায়কসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার রাতের দিকে তাদেরকে আটক করা হয়। একই রাতে ভুক্তভোগী সন্তোষ কুমার রায় (৪০) বোচাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে আসামিদের আদালতে পাঠায়। পরে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
আটককৃতরা হলেন সেতাবগঞ্জ পৌরসভা এলাকার ধনতলা কলেজ মোড়ের শমসের আলীর ছেলে ও বোচাগঞ্জ উপজেলা এনসিপি আহ্বায়ক এম এ তাফসীর হাসান (৩৩) এবং একই এলাকার আব্দুল কাদিরের ছেলে, এনসিপির সক্রিয় সদস্য মনজুরুল আলম (৩৬)। ঘটনার সঙ্গে আরও ৭-৮ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে জানা যায়, শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের বারেয়া এলাকায় সন্তোষ কুমার রায়ের বাড়িতে গিয়ে তার ভাই পরিমলকে খুঁজতে থাকে অভিযুক্তরা। এ সময় তারা বাড়ির জিনিসপত্র উল্টেপাল্টে খুঁজাখুঁজি করে। এ সময় সন্তোষ কুমার রায় এগিয়ে গেলে তাকে মারধর করা হয় এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মনজুরুল আলমকে আটক করে। এরপর ঘটনাস্থলে পৌঁছান এম এ তাফসীর, যাকে স্থানীয়রা আটক করে রাখে। পরে পুলিশ এসে দুইজনকেই আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, এই এলাকায় এর আগেও এমন ধরনের ঘটনা ঘটেছে। তাই ভবিষ্যতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।