
রাজধানীর আজিমপুর পুরাতন কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আরমান মিয়াকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সেনাবাহিনী আজিমপুর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারের পর আরমান মিয়াকে লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা জানান, অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মামলার অন্যান্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।