
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার (২৭ ডিসেম্বর) ঘন কুয়াশার কারণে কয়েকটি ফ্লাইট নিরাপত্তাজনিত কারণে বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে। এই পরিস্থিতিতে ৩টি ফ্লাইট চট্টগ্রাম, ৪টি কলকাতা এবং ১টি ব্যাংকক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে সব ফ্লাইট আবার স্বাভাবিকভাবে চলাচল শুরু করবে। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করছে।
বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।