
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
আমিনুল হক জানান, গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত কিবরিয়াকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কারা এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি বলে তিনি জানান।
হত্যাকাণ্ডের পর পল্লবী, মিরপুর এবং আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনা সম্পর্কে জানতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।