
আসন্ন জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন বাধ্যতামূলক বলে দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে আট দলের সমাবেশে তিনি বলেন, “জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালের নির্বাচন হবে না।”
জামায়াতের আমির আরও বলেন, “আমাদের প্রধান দাবি হলো জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া। যারা এটি মানবেন না, তাদের জন্য ২০২৬ সালের নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। ২৬ সালের নির্বাচন দেখতে হলে প্রথমে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। আর এটি নিশ্চিত করতে জুলাই সনদের আইনি ভিত্তি থাকা আবশ্যক। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন আয়োজন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “দেশের মুক্তিকামী মানুষের চাওয়া একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হবে। সকল রাজনৈতিক দলও এই বিষয়ে একমত। তাহলে তারিখ নিয়ে কেন দুশ্চিন্তা বা বিভ্রান্তি সৃষ্টি? যেহেতু সবাই স্বাক্ষর করেছে, গণভোট আগে হওয়ার বিষয়টি যথাযথ এবং যৌক্তিক। এই প্রক্রিয়ার মাধ্যমে আইনি ভিত্তি তৈরি হবে এবং এর ওপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনের সময় কোনো সংশয় থাকবে না।”
ডা. শফিকুর রহমান আরও জানান, “আমরা চাই আগামী ফেব্রুয়ারির মধ্যে রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। কেউ এই বিষয়ে ধূম্রজাল সৃষ্টি বা অকারণ জটিলতা সৃষ্টি করতে পারবে না।”