
খুলনায় নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজারে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম তানভীর হাসান শুভ (২৮)। তিনি ওই এলাকার আবুল বাশারের ছেলে।
দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, “শুভ, তার মা ও ছোট ভাই ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলেন। জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি গুলি তার কপালে লাগে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।”
ওসি রফিকুল ইসলাম আরও বলেন, “পিস্তল দিয়ে এমন নিখুঁত নিশানায় আঘাত সাধারণ মানুষ বা অভিজ্ঞ নন-পেশাদার দ্বারা সম্ভব নয়। এটি পেশাদার খুনিদের কাজ বলে মনে হচ্ছে। হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।”
স্থানীয়রা জানান, শুভ সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না।