
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা তিনটায় রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় যেখানে ও আশপাশের সব রাস্তা জুড়ে সমবেত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশের দূর-দূরান্ত থেকে আসা বিএনপি নেতা, কর্মী, সমর্থকসহ বিপুল সংখ্যক মানুষ।
দাফনের উদ্দেশ্যে খালেদা জিয়ার মরদেহ কিছুক্ষণের মাঝে জিয়া উদ্যানে নেওয়া হবে।
আজ বেলা সাড়ে তিনটা নাগাদ তাকে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করার কথা রয়েছে।