
আগামীকাল, ১৩ নভেম্বর, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের দিনেও গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। পাশাপাশি শ্রমিকদের সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১২ নভেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ। তিনি বলেন, “অন্যান্য দিনের মতো আগামীকালও সড়কে গণপরিবহন চলবে। তবে কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড এড়াতে পরিবহন মালিক ও বাস টার্মিনালের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে চিঠি পাঠানো হয়েছে। প্রতিটি বাসে অগ্নিনির্বাপক যন্ত্র থাকার বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”
জোবায়ের মাসুদ আরও বলেন, “১০ নভেম্বর রাতের ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় এক বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় এক পরিবহন শ্রমিক দগ্ধ হয়ে মারা গেছেন, আর দুইজন শ্রমিক আহত হয়েছেন। নিহত ও আহতদের প্রতি প্রতিবাদ হিসেবে আজ বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তারা রাতভর এবং আগামীকালও টার্মিনাল পাহারা দেবেন।”
এদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, যার প্রভাব পড়েছে সড়কে যানবাহনের চলাচলে। অন্য সাধারণ দিনের তুলনায় আজ ঢাকার সড়কে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম দেখা গেছে।
এই পরিস্থিতিতে যাত্রীরা লকডাউনের দিনে বাস চলবে কি না, এবং বাসে অগ্নিনির্বাপক যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন করছেন। আগারগাঁও থেকে আলিফ পরিবহনের একটি বাসে যাত্রী জাহিদুল ইসলাম বলেন, “গত দুই দিনে গাড়িতে আগুন লাগানো এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় সবাই আতঙ্কিত। তাই আজ সড়কে যানবাহন কম চলছে। আগামীকাল বাস চলবে কি না, বা দুর্বৃত্তরা বাসে আগুন দিলে তা নেভাতে অগ্নিনির্বাপক যন্ত্র আছে কি না, তা আমরা জানি না।”