
সিঙ্গাপুরে আরিয়ানা গ্র্যান্ডে অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘উইকড: ফর গুড’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে ঘটল চমকে দেওয়া এক ঘটনা। লালগালিচায় হাঁটার সময় নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এক ভক্ত হঠাৎ ছুটে এসে জনপ্রিয় এই মার্কিন গায়িকাকে জড়িয়ে ধরেন। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তাকে আটক করা হয়।
ঘটনার দায়ে অস্ট্রেলিয়ান নাগরিক ২৬ বছর বয়সী জনসন ওয়েনকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের আদালত।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আরিয়ানা যখন সহশিল্পীদের সঙ্গে লালগালিচায় এগিয়ে যাচ্ছিলেন, তখন জনসন দৌড়ে এসে তাকে আলিঙ্গন করেন। সঙ্গে সঙ্গে অভিনেত্রী সিন্থিয়া এরিভো প্রতিক্রিয়া জানিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়েন এবং নিরাপত্তাকর্মীরা দ্রুত জনসনকে ধরে ফেলেন। এই সময় সেখানে উত্তেজনা তৈরি হয় এবং সহশিল্পীরা আরিয়ানাকে সান্ত্বনা দেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।
বিবিসির ১৭ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, আদালত জানিয়েছে প্রিমিয়ারে প্রবেশের জন্য জনসন দুইবার চেষ্টা করেছিলেন। এরপর নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন। পরদিন তাকে গ্রেপ্তার করা হয় এবং ‘জনসাধারণকে উপদ্রবের’ অভিযোগে মামলা দেওয়া হয়। আদালতে তিনি নিজের দোষ স্বীকার করে বলেন, “আমি আর কখনো এমন কিছু করব না।”
ঘটনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি আরিয়ানা গ্র্যান্ডে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে তিনি বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছেন। ২০১৭ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে তার কনসার্টে সন্ত্রাসী হামলায় ২২ জন দর্শক প্রাণ হারান।