
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ে ডুবে যাওয়া একাধিক নৌকা উদ্ধারে সেনাবাহিনী ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর রাতে লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় ঝড়ো হাওয়ায় একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে।
সেনাবাহিনীর প্রাথমিক তৎপরতায় ওই রাতেই ২ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং ১ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। পরদিন (১ অক্টোবর ২০২৫) সকালে আরও ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মোট ৫ জন এই ঘটনায় নিখোঁজ ছিলেন।
একই রাতে (৩০ সেপ্টেম্বর) নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। এতে ৬ জন যাত্রী ছিলেন। ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নিখোঁজ রয়েছেন। নৌকাটি উদ্ধার করা হলেও দুই যুবকের সন্ধান এখনো মেলেনি।
সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে তৎপর রয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত ও কার্যকর উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীকে যথেষ্ট প্রশংসা করা হচ্ছে।
সেনাবাহিনী জানায়, তারা শুধু নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, মানবিক দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত ও সচেষ্ট।