
রাজধানীতে প্রতিদিনই সড়কে চলাচলে নানা প্রতিবন্ধকতা তৈরি হয় কর্মসূচি ও সমাবেশের কারণে। তাই আগে থেকেই জানা জরুরি আজ কোন স্থানে কী আয়োজন রয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা:
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
আজ সকাল ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সেমিনারে অংশ নেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এ ছাড়া বেলা সাড়ে ১১টায় পান্থপথের পানি ভবনে অনুষ্ঠিত বিশ্ব নদী দিবস উদ্যাপন ও মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
বিএনপির কর্মসূচি
সকাল সাড়ে ৭টায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘জিয়া সুইমিং কার্নিভ্যাল’-এ প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অপরদিকে বেলা ১১টায় বিআইআইএসএস অডিটরিয়ামে আয়োজিত ‘সংস্কার নির্বাচন: প্রেক্ষিত জাতীয় ঐক্য’ শীর্ষক আলোচনাসভায় অংশ নেবেন তিনি।