
করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় বর্ধিত করা হয়েছে। সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এ প্রসঙ্গে কর অধিদফতর জানিয়েছে, করদাতাদের সুবিধার্থে সময়সীমা বাড়ানো হয়েছে যাতে তারা যথাযথভাবে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে রিটার্ন দাখিল করতে পারেন। কোম্পানি করদাতাদের জন্য নির্ধারিত সময়সীমা আগের মতোই থাকবে।