দেশের শ্রমিকদের চিকিৎসাসেবা এখনও অপ্রতুল পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, শ্রমিকদের জন্য একটি কেন্দ্রীয় হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ঢাকার আশেপাশে স্থাপন করা হবে এবং সেখানে সব ধরণের চিকিৎসক ও সেবা পাওয়া যাবে।
রোববার (৩ আগস্ট) নাটোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। সভায় জেলা প্রশাসক আসমা শাহীন সভাপতিত্ব করেন।
সাখাওয়াত হোসেন বলেন, জেলা হাসপাতালগুলোতে শ্রমিকদের জন্য আলাদা বেড রাখার নির্দেশনা দেওয়া হলেও তা বাস্তবায়নে সংশয় প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শ্রমিকদের জন্য নির্ধারিত বেড নিশ্চিত করার আহ্বান জানান।
শ্রমিকদের শিল্প কারখানা ও পরিবহন দুর্ঘটনায় আহত হয়ে সঠিক চিকিৎসা না পাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘শ্রমিকদের চিকিৎসা না দিলে শিল্প চাঙ্গা হবে না।’ কিছু গার্মেন্টস মালিক শ্রমিকদের অধিকার না মেনে কখনো দেশে থেকে পালিয়েও যান বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, মালিকরা যদি শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করেন, তাহলে তাদের কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় নাটোরের ২২ জন শ্রমিকের হাতে শিক্ষাভাতা ও চিকিৎসাভাতার চেক তুলে দেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। পাশাপাশি ট্রেড ইউনিয়ন নেতাদের নির্বাচনে স্বচ্ছতা ও নিয়মিত নির্বাচন করার পরামর্শ দেন এবং ভাতাভোগীদের তালিকা তৈরিতে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দেন।