
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে (৪০) গুলি করার ঘটনাটি তার নিজ সহযোগীদের দ্বারাই সংঘটিত হয়েছে বলে ধারণা করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকার আল আকসা মসজিদ গলির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশি তদন্তে জানা যায়, গাজী মেডিকেল কলেজের পাশে একটি ফার্মেসি থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজে দেখা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে মোতালেব এবং তার দুই সহযোগী একটি গাড়ি থেকে নেমে ‘মুক্তা হাউস’ নামের ওই ভাড়া বাসার দিকে যাচ্ছেন। পরবর্তীতে সোমবার সকাল ১০টা ৫৯ মিনিটে তাকে গুলিবিদ্ধ অবস্থায় বাসা থেকে বের হতে দেখা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তন্বী নামের এক নারী প্রায় এক মাস আগে ওই ভাড়া বাসাটি নেন। তখন থেকে তার স্বামীসহ কয়েকজনের এই বাসায় চলাচল ছিল। বিভিন্ন সময় মোতালেবও এখানে আসতেন। রোববার রাতে মোতালেবসহ কয়েকজন বাসায় প্রবেশ করেন। পুলিশ জানায়, সকাল ১১টার দিকে নিজেদের মধ্যে বিবাদের জেরে তাকে গুলি করা হয়। বাসার বিভিন্ন স্থানে রক্তের দাগ পাওয়া গেছে। এছাড়াও পুলিশ গুলির খোসা, ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং বিদেশি মদের বোতল উদ্ধার করেছে।
গুলিবিদ্ধ হওয়ার পর মোতালেবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন।
সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, “গুলিটি মোতালেব শিকদারের মাথার চামড়া স্পর্শ করে বেরিয়েছে। এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত।”
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “পুলিশের কাছে খবর আসে যে এনসিপির একজন গুলিবিদ্ধ। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। গাজী মেডিকেল কলেজের পাশে গুলিবিদ্ধ হয়েছেন। ভুক্তভোগীর কাছে পুলিশের দল পাঠানো হয়। গাজী মেডিকেল কলেজের পাশে একটি ফার্মেসি থেকে ভিডিও ফুটেজ পাওয়া যায়। ওই ফুটেজে দেখা যায়, রোববার রাতে ভুক্তভোগী এবং তার সঙ্গে আরও দুজন পুরুষ একটি গাড়িতে করে আসেন। রাত সাড়ে ১২টার দিকে নেমে আল-আকসা মসজিদের দিকে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “আমরা মুক্তা হাউস নামের বাড়িতে এসে দেখেছি, ঘটনাস্থল এখানেই। বিভিন্ন স্থানে রক্তের দাগ রয়েছে। ঘরে ঢোকার পর আমরা দেখতে পাই, সেখানে মাদকের ছড়াছড়ি। বিদেশি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আমরা নিশ্চিত যে যারা সেখানে ছিলেন, তাদের অন্তঃকোন্দলের কারণে এই গুলির ঘটনা ঘটেছে।”