
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফার আসন্ন বাংলাদেশ সফর শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সফরটি বাতিল করেছেন বলে বাফুফে সূত্রে জানা গেছে।
বাফুফে ইতোমধ্যে সভাপতির চার দিনের সফরসূচির একটি খসড়া প্রস্তুত করেছিল। পরিকল্পনা অনুযায়ী, পাকিস্তান সফর শেষে সালমান বিন ইব্রাহিম আল খলিফা ঢাকা আসতেন। তবে হঠাৎ সিদ্ধান্তে তিনি বাংলাদেশ সফর স্থগিত করেন। এএফসি গত পরশু রাতে আনুষ্ঠানিকভাবে সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকায় এসে প্রথম দিন তিনি দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) কার্যালয় পরিদর্শন করার কথা ছিল। এরপর বাফুফের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল তার। এর মধ্যে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা এবং যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি ঘুরে দেখার সূচি ছিল অন্যতম।
এএফসি সভাপতির সফর ঘিরে বাংলাদেশের ফুটবল উন্নয়নে নতুন সহায়তা ও সহযোগিতা চাওয়ার বিষয়ে বাফুফের বিশেষ উদ্যোগ নেওয়ার কথা ছিল। তার সফর স্থগিত হওয়ায় সেই পরিকল্পনাগুলো আপাতত থমকে গেছে।
সাফের পক্ষ থেকেও এ সফরকে ঘিরে বিশেষ আয়োজনের প্রস্তুতি চলছিল। সভাপতির উপস্থিতিতে নতুন লোগো উন্মোচনের পরিকল্পনা ছিল ফেডারেশনের। কিন্তু সফর বাতিল হওয়ায় সেটিও অনিশ্চয়তার মুখে পড়েছে।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল এ বিষয়ে বলেন, “সাফ এখনো আনুষ্ঠানিকভাবে এএফসি সভাপতির সফর স্থগিতের বিষয়ে অবগত হয়নি। তার সফর না হলে সাফের সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ। যদি নির্বাহী কমিটি প্রয়োজন মনে করে লোগো পরিবর্তন করার, করতে পারে। যদি মনে করে পরে করবে, সেটাও হতে পারে।”