
গাজীপুরের শ্রীপুর পৌরসভা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সিএনবি এলাকায় সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে সড়ক ও জনপথ বিভাগের একজন সার্ভেয়ার রবিউল ইসলাম আহত হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১:৩০টার দিকে সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের পূর্ব পাশে অভিযান শুরু করে। অভিযানের দুই ঘণ্টা পর, দেড়টার দিকে স্থানীয় আজিজুল ইসলামের নেতৃত্বে কিছু ব্যবসায়ী সার্ভেয়ারের ওপর হামলা চালায়। ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও হামলাকারীদের ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়দের অভিযোগ, আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথের জায়গা দখল করে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ব্যবসায়ীদের ভাড়া নিচ্ছেন। এর ফলে মহাসড়কে যান চলাচল এবং সাধারণ মানুষ চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অভিযোগের ভিত্তিতে সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদ অভিযান শুরু করে।
গাজীপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, “হামলার সময় আমি উচ্ছেদ অভিযানে অপর পাশে ছিলাম। আহত সার্ভেয়ারের সঙ্গে কথা বলে আমরা হামলার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবো।”
সার্ভেয়ারের ওপর হামলার কারণে উচ্ছেদ অভিযান স্থগিত রয়েছে। তবে অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী, যাঁর নেতৃত্বে শতাধিক পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উচ্ছেদ কাজে সহযোগিতা করেন। অভিযানকালে মহাসড়কের পাশে থাকা শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।