
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সোনাইছড়ি ইউনিয়নের চিংথুইপাড়ার একটি বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা এবং মাদক কারবারির নগদ ১০ লাখ টাকা জব্দ করা হয়। এ সময় দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বান্দরবান পুলিশ সুপারের নির্দেশে এসআই আ. হক আব্বাসির নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। স্থানীয় হ্লাথোয়াইছা মারমার বাড়ি থেকে উছাইমে মারমা (১৫) ও মাচিংওয়াং মারমা (৮০) আটক করা হয়েছে। তবে আরেকজন আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার বিশাল চালান ও নগদ অর্থ উদ্ধার সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
পুলিশ এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা (এফআইআর নং-১৭) দায়ের করেছে। স্থানীয়রা পুলিশের সাহসী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।