
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় নতুন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ইসি সচিব বলেন, “ভোটার তালিকা আইনের ২০০৯ সালের ১৫ নম্বর ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার রয়েছে যে, যেকোন প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটারের তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব। সেই প্রেক্ষিতে তারা ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।”
তিনি আরও জানান, “নিবন্ধন প্রক্রিয়ায় আবেদনকারীরা ছবি এবং বায়োমেট্রিক তথ্য দিয়েছেন। এরপর এটি আপলোড করে ফিঙ্গারপ্রিন্ট, সিগনেচার এবং ফেস আইডি মেলানো হয়। সব মিলিয়ে প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন ভোটারদের এনআইডি নম্বর দিয়ে ভোটার হিসেবে নিশ্চিত করা হবে। আশা করছি, আজকের মধ্যেই নিবন্ধন কার্যক্রম শেষ হবে।”
ইসি সচিব আরও বলেন, “কমিশনের সিদ্ধান্ত দুইভাবে প্রকাশিত হয়—আনুষ্ঠানিক সভার মাধ্যমে বা নথির মাধ্যমে। যে কোনো অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলে আমরা তা কমিশনের কাছে উপস্থাপন করব। আমার দায়িত্ব এই প্রক্রিয়া সম্পূর্ণ করে কমিশনের কাছে পৌঁছে দেওয়া।”