
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার ভারতে এক হাজার ২০০ টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। রপ্তানির জন্য প্রতি কেজি ইলিশের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৫২৫ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী রপ্তানিকারকদের কাছ থেকে আগামী ১১ সেপ্টেম্বর, বিকেল ৫টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ইলিশ রপ্তানির আবেদন গ্রহণ করা হবে।
আবেদনের সঙ্গে রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সনদ, ভ্যাট সনদ, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
সরকার নির্ধারিত রপ্তানি মূল্য অনুযায়ী প্রতি কেজি ইলিশের সর্বনিম্ন মূল্য হবে ১২ দশমিক ৫ মার্কিন ডলার, যা প্রতি ডলার ১২২ টাকা ধরে ১,৫২৫ টাকার সমান।