
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পরিচালিত এক বৃহৎ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনাকে সামনে রেখে ভারতের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, ওয়াইসি বলেন, “আজ আমরা শুনলাম ডোনাল্ড ট্রাম্পের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে তার দেশ থেকে আমেরিকায় নিয়ে গেছে। যদি মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার নিজের দেশ থেকে তুলে নিতে পারেন, তাহলে আপনি (মোদি) পাকিস্তানেও যেতে পারেন এবং ২৬/১১ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীকে ভারতে ফিরিয়ে আনতে পারেন।”
শনিবার ভেনেজুয়েলায় বড় ধরনের অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়ার একদিন পরই ওয়াইসির এই মন্তব্য সামনে আসে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত একটি চক্রে সংশ্লিষ্টতার অভিযোগে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অভিযোগ দাখিল করা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় একটি “নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত রূপান্তর” নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটির ওপর নিজেদের কর্তৃত্ব বজায় রাখবে।
তিনি বলেন, “আমরা দেশ চালাবো যতক্ষণ না আমরা একটি নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত রূপান্তর করতে পারি।”