
বলিউড অভিনেতা আমির খানের মুম্বাইয়ের বাসভবনে হঠাৎ করে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছিল। সোমবার সন্ধ্যায় বান্দ্রায় তার বাড়ির সামনে এক ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় নানা গুঞ্জন। প্রায় ২৫ জন আইপিএস কর্মকর্তার একযোগে সেখানে পৌঁছানোর দৃশ্য দেখে অনেকেই ধন্দে পড়ে যান—ঠিক কী কারণে প্রশাসনের এই অপ্রত্যাশিত আগমন?
ঘটনার পর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আমির খান নিজেই। তিনি স্পষ্ট করেন, কোনো তদন্ত বা আইনি জটিলতার কারণে নয়, বরং এক সৌজন্য সাক্ষাৎ হিসেবেই তারা এসেছিলেন।
আমির বলেন, আইপিএস অফিসারদের ব্যাচটি মুম্বাই সফরে ছিলেন। সে সময় মুম্বাই পুলিশ জানায়, ওই ২৫ জন কর্মকর্তার একটি দল আমার সঙ্গে এক ঘণ্টা সময় কাটাতে আগ্রহী। আমি তাদের আমন্ত্রণ জানাই আমার বাড়িতে।
প্রসঙ্গত, প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক আমিরের নতুন কিছু নয়। ‘সরফারোশ’ চলচ্চিত্রে কাজ করার সময়েও তিনি তৎকালীন কয়েকজন আইপিএস কর্মকর্তার কাছ থেকে সহায়তা নিয়েছিলেন, যা তার বাস্তব অভিজ্ঞতার ছাপ চলচ্চিত্রে তুলে ধরতে সাহায্য করেছিল।
তবে আইপিএস কর্মকর্তাদের এমন উপস্থিতি ঘিরে গুজব থামেনি। বলিউডের কয়েকটি সূত্র দাবি করেছে, আমিরের আসন্ন প্রজেক্টের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দরকার হতে পারে এবং সেই উদ্দেশ্যেই হয়তো কর্মকর্তারা তার বাসায় বৈঠকে যান। অন্যদিকে আরেকটি মত বলছে, তার ব্যবহৃত বিলাসবহুল গাড়িগুলোর কারণে কোনো প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল।
সব জল্পনার অবসান ঘটিয়ে আমির খানের ব্যাখ্যাই এখন বিষয়টির একমাত্র নির্ভরযোগ্য ব্যাখ্যা—এটি ছিল নিছক সৌজন্যমূলক সাক্ষাৎ।