
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে পরাজিত হলেও লড়াই থামছে না বলে জানালেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান। নিজের ফেসবুক আইডিতে বুধবার (১০ সেপ্টেম্বর) দেওয়া এক পোস্টে তিনি প্রতিশ্রুতি দেন, ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তনের জন্য তিনি রাজপথে সংগ্রাম চালিয়ে যাবেন।
আবিদুল লেখেন, আমার যাত্রা এখানেই শেষ নয়। আমার যাত্রা অনেক দীর্ঘ। আমরা (ছাত্রদল) অতন্দ্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দেব, নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব। এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসুতে দেখতে পাবেন।
তিনি জানান, অল্প বয়সে এতদূর আসবেন তা কখনো কল্পনাও করেননি। নির্বাচনের আগের রাতে খালেদ মুহিউদ্দিন তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে কোনো উত্তর দিতে পারেননি বলে উল্লেখ করেন আবিদুল। তার ভাষায়, একটার পর একটা আন্দোলন এসেছে, আমি রাজপথে থেকেছি। সেই পথই আমাকে এখানে নিয়ে এসেছে। ইটস ওকে।
ভিপি প্রার্থী বলেন, নির্বাচনের দিন সকাল থেকেই নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে। দুপুর থেকেই বিভিন্ন জায়গায় সমস্যা খুঁজে পাই এবং সারাদিন তা নিয়ে কথা বলেছি। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সঠিক সিদ্ধান্ত প্রশাসন দেবে বলে এখনো আশা করি, লিখেছেন তিনি।
আবিদুল আরও উল্লেখ করেন, আমি হয়তো আপনাদের জন্য যথেষ্ট কিছু করতে পারিনি, তবে সেই সুযোগ জীবন আমাকে দেয়নি। তবুও আমি কৃতজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ভোট দিতে এসেছেন। মাত্র ২০ দিনের প্রচারণায় আমি চেষ্টা করেছি প্রতিটি ছাত্রের কাছে পৌঁছাতে। হয়তো সবাইকে ছুঁতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি।
পরিশেষে তিনি আশ্বাস দিয়ে বলেন, আমি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের একজন কর্মী। নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিল, একজন ছাত্রনেতা হিসেবে তা বাস্তবায়নে প্রশাসনের কাছে দাবি তুলতে আমি অব্যাহতভাবে কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন সূচনা আমাদের হাত ধরেই হবে।