
সম্প্রতি আদালতের পাশে হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছেন প্রধান মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (১১ নভেম্বর) আদালত প্রাঙ্গণে নিরাপত্তা পরিস্থিতি নাজুক হয়ে পড়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের উদ্দেশে একটি চিঠি পাঠান। চিঠিতে আদালত ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের অনুরোধ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে বর্তমানে ৩৭টি মেট্রোপলিটন আদালত বিচার কার্যক্রম পরিচালনা করছে। এসব আদালতে হত্যা, অপহরণ, মানবপাচার, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সাইবার অপরাধ, সন্ত্রাস দমন আইন ও রাজনৈতিক মামলাসহ নানা ধরনের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মামলা বিচারাধীন রয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ঢাকার ৫০টি থানার মামলার বিচার কার্যক্রম এই আদালতগুলোতেই সম্পন্ন হয়। বিচারকরা প্রতিদিন আদালতে মামলা শুনানির পর নিজ কক্ষে রায় ও আদেশ লেখেন, ফলে তাঁদের বাসায় ফিরতে প্রায়ই সন্ধ্যা গড়িয়ে যায়। কিন্তু আদালত ভবন ও প্রাঙ্গণের আশপাশে ভ্রাম্যমাণ দোকানপাট, অবৈধ যানবাহন চলাচলসহ নানা অনিয়ম দেখা যায়, যা নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
প্রধান মহানগর হাকিম সাম্প্রতিক একটি ঘটনার উল্লেখ করে বলেন, গত সোমবার ঢাকার আদালতপাড়ায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে মামুন নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তিনি আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে কোর্ট এলাকার পাশেই খুন হন। এই ঘটনায় আদালত প্রাঙ্গণের নিরাপত্তা পরিস্থিতির দুর্বলতা স্পষ্ট হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, প্রতিদিন সিএমএম আদালতে হাজার হাজার বিচারপ্রার্থী, আইনজীবী, তাঁদের সহকারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক ও সাধারণ মানুষের উপস্থিতি থাকে। বর্তমান প্রেক্ষাপটে বিচারক, আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি কমিশনারকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।