
পটুয়াখালীর কলাপাড়ায় নিজের দাম্পত্য জীবনের যন্ত্রণায় কেঁদে আত্মহত্যা করেছেন ৩২ বছর বয়সী লোকমান সরদার। শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশটি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে।
লোকমান সরদার পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। পাখিমারা বাজারে দর্জির দোকান চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুর আগে তিনি একটি নোটপ্যাডে লিখে গেছেন, স্ত্রী তাকে ভালোবাসে না এবং অর্থের অভাবে স্ত্রী তাকে ছেড়ে যেতে পারে—এই কষ্ট সইতে না পেরে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয়রা জানায়, লোকমান দীর্ঘদিন ধরে পাখিমারা বাজারে টেইলার্সের ব্যবসা চালাচ্ছিলেন। প্রতিদিনের মতো দোকান শেষে তিনি ভাড়া বাসায় ফিরেন। শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখেন, তিনি গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। পরে পুলিশে খবর দেওয়া হয় এবং তারা মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকার মানুষ হতবাক ও শোকাহত। স্থানীয়রা জানান, লোকমান ছিলেন শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক। তার এমন আকস্মিক মৃত্যু মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”